স্ত্রীকে মারধর করায় সন্তানের হাতে খুন হয়েছেন শাহ আলম নামে এক ব্যক্তি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সন্তান জাহেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হাটহাজারীর থানা ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে শাহ আলম স্ত্রীকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের সন্তান জাহেদুল ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কোপাতে থাকে। পরে জাহেদুল নিজেই পিতাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুত্র জাহেদুলকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        