চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন অভয়মিত্র ঘাট এলাকার একটি কারখানার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এছাড়া অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে মাংসবিহীন দিবসে মাংস বিক্রি করার দায়ে সাত মাংস ব্যবসায়ীকে ২১ হাজার টাকা ও দেওয়ানহাট ওভার ব্রিজের নিচের রাস্তা দখল করে বাঁশ বিক্রি করায় এবং পোস্তারপাড় এলাকায় রাস্তার উপর টায়ার রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, কারখানার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই