জমি নিয়ে বিরোধের জেরে হাটহাজারীতে মো. মূছা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাছা মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাবেদ বলেন, নিহত মূছা ওই এলাকার সোনা মিয়ার ছেলে। ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাকে।
তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। নিহত মূছার ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে এ নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ