চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং নগর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি’র পাঁচলাইশন থানার উপ-পরিদর্শক আফতাব হোসেন বলেন, জামায়াত নেতা হেলালীর বিরুদ্ধে নাশকতার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক রয়েছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
হেলালী আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর