চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমাইয়া ও রাইসা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর বয়স ৮ বছর। এর মধ্যে একই উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা সুমাইয়ার বাবা মঈনুদ্দিন ও রাইসার বাবার নাম আবু তাহের।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাইসপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর।
তিনি বলেন, দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। দাফন কাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম