চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে গ্রেফতার হওয়া মো. মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলিউল্লাহর আদালত।
মোস্তাকিমকে আইনী সহায়তা দেওয়া বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)’র মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, ‘রবিার মানবিক আন্দোলনকারী মোস্তাকিমের জামিনের জন্য দুই শতাধিক আইনজীবি শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানি শেষে আদালত অভিযোগপত্র দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।’
জানা যায়, ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চমেক কলেজ হাসপাতালে বিক্ষোভ করে আসছেন রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, স্যানডোর ভর্তুকিতে ৫১০ টাকায় যে সেবা দিত, তা এখন বেড়ে ৫৩৫ টাকা হয়েছে। ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালানো হতো, তা করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আন্দোলন চলাকালে গত ১০ জানুয়ারি পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মো. মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমান। একই দিন আন্দোলন করার সময় মোস্তাকিমকে গ্রেফতার করা হয়েছিল। মোস্তাকিমকে গ্রেফতার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/হিমেল