চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার যুবলীগ নেতা শাকিল আহমেদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কয়েক রাউন্ড গুলিও করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। শুক্রবার দিবাগত রাতে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। শাকিল সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য।
তিনি অভিযোগ করেছেন, রাতে বিকট শব্দে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে পাশের রুমে মায়ের চিৎকার শুনতে পান। মায়ের রুমে গিয়ে জানালার কাঁচ ভাঙা দেখতে পান। এ সময় পরিবারের সদস্যরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক সাতকানিয়া থানার ওসিকে জানানো হলে ঢেমশা তদন্তকেন্দ্র থেকে পুলিশ এসে বাড়ির বাহির থেকে গুলির খোসা উদ্ধার করেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, ‘এখনো অভিযাগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/এএম