৩০ মার্চ, ২০২৩ ০২:৪৩

শিশু আইনীনকে ধর্ষণ ও হত্যায় রুবেলের ১৬৪ ধারায় জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিশু আইনীনকে ধর্ষণ ও হত্যায় রুবেলের ১৬৪ ধারায় জবানবন্দি

প্রতীকী ছবি

চট্টগ্রামে শিশু আবেদা সুলতানা আইনীনকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার হওয়া মো রুবেল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে জবানবন্দি দেন রুবেল। গ্রেফতার হওয়া রুবেল পাহাড়তলী থানার কাজিরদিঘী ডা. নজির বাড়ির মৃত আব্দুল নূরের ছেলে। তিনি পেশায় তরকারি বিক্রেতা ও দুই সন্তানের জনক।

পিবিআই’র চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, ‘বুধবার বিকেলে গ্রেফতার হওয়া রুবেল শিশু আইনীনকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

তিনি বলেন, গত মঙ্গলবার পিবিআই তরকারি বিক্রেতা রুবেলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আইনীন হত্যার বিষয়ে তথ্য দেন। পরে তার তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নগরের পাহাড়তলী থানার মুরগী ফার্ম আলম তারারপুকুর পাড় এলাকা থেকে আইনীনের গলিত মরদেহ উদ্ধার করে। এসময় তার কালো একটি গেঞ্জি, এক জোড়া স্যান্ডেল, একটি কালো পায়জাম ও একটি গাড় নেভী ব্লু-রংয়ের হিজাব উদ্ধার করা হয়েছে।  

এর আগে গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিড়ালছানা দেয়ার লোভ দেখিয়ে আইনীনকে অপহরণ করার অভিযোগে শিশুটির মা বিবি ফাতেমা বাদী হয়ে মামলা করেন। মামলাটি আদালত পাহাড়তলী থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর