চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় বৈদ্যুতিক মোটর চালিয়ে পুকুর থেকে পানি তোলার সময় বিদ্যুৎপৃষ্টে মো. রুবেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। রুবেল একই এলাকার মোহাম্মদ ফকিরে ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার দারোগা বাজারের কাছে সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত থেকে বাড়ির পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রুবেল। সকালে পুকুরের পানি কমে গেলে তিনি পুকুরে মাছ ধরছিলেন। এক পর্যায়ে মোটর থেকে ধোঁয়া বের হতে দেখে পুকুর থেকে মোটরে হাত দেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক ইফতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম