সাঙ্গু গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে এমন চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। তারা হলেন নুরুল ইসলাম, মারুফ, সাদেক, তাসিব, সজিব, হামিদ, মফিজ, সোহেল, সোহরব, বাবুল, মুন্না, তানভীর, তুহিন, বাবুল, সিদ্দিক এবং জসিম। শুক্রবার সকালে বঙ্গোপসাগরের বহিনোঙরের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গ্রেফতার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগারে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার, পাইপসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে আসছিল। শুক্রবার সকালে তারা বোট দিয়ে স্ট্রাকচার কাটছিল। এসময় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে গ্যাস কাটার ও সিলিন্ডারসহ নানান সরঞ্জার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক