চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুমন হোসেন (৩১) ও রাসেল মিয়া (২৭)। শুক্রবার সকালে ফৌজদারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, তারা পরস্পর যোজসাজসে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য ক্রয় করে তা চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম