চট্টগ্রামে মহানগরীর দেওয়ান হাট এলাকায় রেললাইনের পাশে পুরোনো টায়ারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার আগুন লাগার পর সতর্কতায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল। পরে বিকাল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার পুরোনো টায়ারের গোডাউনে আগুন লাগে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ