চট্টগ্রাম নগরী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার রানীর দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরের আঘাতের কোন চিহ্নি নেই। তার পরণে ছিল থ্রি কোয়াটার প্যান্ট। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় নিশ্চিত হতে কাজ শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম