চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকাণ্ডে বেশকিছু পুরাতন টায়ার পুড়ে গেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী অন্তত ৩-৪’শ ফুট উপরে উঠে গেলে আশাপাশের বস্তিগুলোতে আতংক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টায়ারগুলো রাবার জাতীয় উপাদানে তৈরী হওয়ায় শুরুর দিকে আগুন সহজে নেভানো যাচ্ছিলো না। আশাপাশের বস্তির দিকে আগুন ছড়িয়ে পড়ার আশংকা দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের স্থানটি রেল লাইনের পাশে হওয়ার কিছু সময়ের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয়। আগুনে কয়েক হাজার টায়ার পুড়ে গেছে। এতে ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে গুদামটির মালিককে বিকেল পর্যন্ত শনাক্ত করা যায়নি।
বিকাল তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই সময় আগুন প্রায় নিভে গেছে। তবে পুড়ে যাওয়া টায়ার থেকে থেমে থেমে ধোয়ার কুণ্ডলী বের হয়ে আসছিলো। ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো পানি ছিটিয়ে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি ট্রেনকে স্টেশন ছেড়ে যেতে দেখা যায়।
বিডি প্রতিদিন/হিমেল