৬ মে, ২০২৩ ১৬:২২

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আসকারদীঘি এলাকায় গলায় ফাঁস দিয়ে অর্পিতা মজুমদার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালের দিকে তিনি আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, আসকারদীঘি এলাকার মালিপাড়ায় স্বামী রাজন দাসের সঙ্গে তারা ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। স্বামী রাজন মুরগীর ব্যবসা করেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কিছু বিষয় জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অর্পিতার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর