চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাছিনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। রবিবার সকাল ১০টায় চান্দগাঁও থানার বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নজরুল কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকাল ১১টার দিকে অগ্নিদগ্ধ ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানাও এসআই মেহের অসীম জানান, ওই নারী তার স্বামী জাকির হোসেন ও পরিবার নিয়ে নজরুল কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
বিডি প্রতিদিন/এএম