১৫ মে, ২০২৩ ১৯:২৫

চট্টগ্রামে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রতীকী ছবি

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম সাজু ইসলাম।

রবিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার অংশের বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাইপাস এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সাজু নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর