চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় বাপ্পু কুমার দে (৩৪) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা’র আদালত এ রায় দেন।
বাপ্পু কুমার দে ভুজপুর নারায়ণহাট এলাকার বাড়ৈইপাড়া ক্ষেত চৌকিদার বাড়ির বাদল কুমার দে এর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি বাপ্পুকে ১০ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল