চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. জামশেদ। বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, বৃহস্পতিবার রাতে তুলাতলী মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ জামশেদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিআরবি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল