২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:১৭

পাঁচতলা ভবন থেকে পড়ে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 পাঁচতলা ভবন থেকে পড়ে পুলিশ সদস্য নিহত

পুলিশ ব্যারাকের পাঁচ তলা ভবন থেকে পড়ে সিএমপি’র এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্য নাম জাহিদুল ইসলাম। বুধবার ভোরে সিএমপি দামপাড়া পুলিশ লাইনের হিলটপ ব্যারাক হাউজে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল সিএমপি’র ওয়েলফেয়ার এণ্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার কেরাণীগঞ্জে।

সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, নিহত জাহিদুল হিলটপ ব্যারাকে পঞ্চম তলায় থাকতেন। ভোর ৪টা ২২ মিনিটে তিনি ব্যালকনী থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ঘটনার সময় সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোরে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্যালকনীতে পায়চারি করতে দেখা যায় তাকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসতর্কতাবশত তিনি নিচে পড়ে গেছেন। তারপরও বিষয়টা তদন্ত করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর