২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৩৬

উখিয়ায় র‌্যাবের অভিযানে অপহরণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার)

উখিয়ায় র‌্যাবের অভিযানে অপহরণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত এক ব্যক্তি

কক্সবাজারের উখিয়া থানাধীন রেজুখাল এলাকা থেকে অপহরণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে  র‌্যাব-১৫। গ্রেফতারকৃত আসামিরা হলো- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়ার মৃত সালেহ আহাম্মদের সমশু (৩৫) এবং একই ইউনিয়নের কচ্ছপিয়ার জকির আহমদের ছেলে শফিআরা (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, টেকনাফ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুইজন আসামি উখিয়া থানাধীন রেজুখাল এলাকায় আত্মগোপনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৫, সদর কোম্পানী একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এতে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে পূর্বের মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর