নগরীর লাভলেইন এলাকার সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে চুরি যাওয়া ট্যাব, এলইডি টিভি, এলইডি মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহিম শিপন ওরফে সুমন (২২) ও মো. শাহিন (৩০)।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামি আব্দুর রহিম শিপনকে (২২) শনাক্ত করেন। এরপর তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে অপর আসামি মো. শাহিনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫৪টি ট্যাবের মধ্যে ২৭টি ট্যাবসহ বাকি মালামাল উদ্ধার করা হয়। চুরিকৃত বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই