চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার বন্দর অফিসার্স আবাসিক এলাকার সামনের ফুটপাত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বন্দর থানার এএসআই মিরাজ উদ্দিন নবজাতকটি উদ্ধার করেন।
তিনি বলেন, ফুটপাত থেকে উদ্ধার করা মেয়ে নবজাতকের বয়স একদিন। ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ফেলে দেওয়া হয়েছে। পরে ওই নবজাতকের মা’সহ দুইজনকে আটক হয়। বর্তমানে নবজাতকটিকে পুলিশের তত্ত্বাবধানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, ফুটপাত থেকে উদ্ধার করা শিশুটি সুস্থ আছে। হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারি শিশুটির মা ও মামা মিলে তাকে সেখানে ফেলে যায়। এই ঘটনায় ওই নারী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে আদালতের কাছে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত