চট্টগ্রাম নগরীর আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে চান্দগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাওন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের শীলঘাটা এলাকার টিপু বড়ুয়ার ছেলে। তিনি নগরের ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
চাদগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম