চট্টগ্রামের হাটহাজারীতে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে ছামিন বিনতে রহিম নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। তিনি ফতেয়াবাদের এপিএবি (কোরিয়ান স্কুল) সানরাইজ স্কুলের শিক্ষার্থী। উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১২৩ নাম্বার কক্ষে ধর্ম পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ বলেন, অল্প পলেস্তারা খসে পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে নিয়েছি। পরীক্ষা চলাকালীন আর সমস্যা হয়নি। পরবর্তী পরীক্ষা আমরা অন্য কক্ষে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, বিষয়টি আমরা জেনেছি। সরেজমিন পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
বিডি প্রতিদিন/এএম