২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৫৬

কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

ফেনী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন,  নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে নুরু গ্রুপের সদস্য রাকিব উদ্দিন তামিমসহ ৬ জন, আমিন কলোনি এলাকা থেকে রশিদ গ্রুপের প্রধান হারুনুর রশিদ, আকবর টিলা পূর্বাঞ্চল হাউজিং সোসাইটি এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান রবিউল আওয়াল রুবেলসহ ৭ জন, বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে ইউসুফ গ্রুপের প্রধান ইউসুফসহ ৫ জন, পাহাড়তলীর সাগরিকা মোড় এলাকা থেকে সাদ্দাম গ্রুপের প্রধান রকিবুল হোসেন সাদ্দামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কিশোর গ্যাং গ্রুপ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও ইভটিজিং, প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর