চট্টগ্রামের ৩০টি থানা এবং ১৫টি উপজেলা মিলে সবচেয়ে বেশি সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে রাউজান উপজেলা। এ উপজেলায় ৪ হাজার ১৫০ জনের পেনশন স্কিম রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। সবচেয়ে কম রেজিস্ট্রেশন হয়েছে সদরঘাট থানা এলাকায়। এ থানা এলাকায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে মাত্র ২১ জন। রাউজানের ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ পেনশন স্কিমের আওতায় এসেছে।
রাউজান উপজেলার ইউএনও অংগ্যজাই মারমা বলেন, রাউজানে সর্বজনীন পেনশন স্কিন রেজিস্ট্রেশনে যে সাড়া পাওয়া গেছে, সেটি উৎসাহব্যঞ্জক। এই পর্যন্ত আমরা চার হাজার ১৫০ জন পেনশনারের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। সামনের দিনগুলোয় সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই কার্যক্রমকে সফল করতে ইউনিয়নভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করেছি। মাসিক ও বাৎসরিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা পর্যায়ে এই বিষয়ক সকল কার্যক্রম আমার সঙ্গে সমন্বয় করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজে সহযোগিতা করছেন।
জানা যায়, চট্টগ্রামে সর্বজনীন পেনশনে স্কিমে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন করেছে আকবরশাহ থানায় ৬৩ জন, আনোয়ারায় ২ হাজার ৪৫৫ জন, ইপিজেড থানায় ৩৫জন, কর্ণফুলী উপজেলায় ২ হাজার ৬২ জন, কোতোয়ালী থানায় ১৭৬ জন, খুলশী থানায় ৭৭ জন, চকাবাজার থানায় ৩৩ জন, চন্দনাইশ উপজেলায় ২ হাজার ৭২৯ জন, চান্দগাও থানায় ১০৫ জন, ডবলমুরিং থানায় ৭৯ জন, পটিয়া উপজেলায় ২ হাজার ৩৩৭ জন, পতেঙ্গা থানায় ৩০ জন, পাঁচলাইশে ৫৯ জন, পাহাড়তলীতে ৪৪ জন, বন্দরে ৪৭ জন, বাকলিয়া ৪৪ জন, বায়েজিদ বোস্তামী থানায় ৫৩ জন, সদরঘাট থানায় ২১ জন, ফটিকছড়ি উপজেলায় ২ হাজার ৩৬২ জন, বাঁশখালীতে ২ হাজার ৮৫৪ জন, বোয়ালখালী উপজেলায় ২ হাজার ২৪ জন, মিরসরাইয় উপজেলায় ১ হাজার ৯৬২ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ১ হাজার ৩৫৭ জন, লোহাগাড়া উপজেলায় ১ হাজার ৬৩৭ জন, সন্দ্বীপে ১ হাজার ৪১৯ জন, সাতকানিয়া উপজেলায় ১ হাজার ৯৭৫জন, সীতাকুন্ড উপজেলায় ৩ হাজার ৮১৬ জন, হাটহাজারী উপজেলায় ১ হাজার ৩৬৩জন, হালিশহর থানায় ৬৪ জনসহ মোট ৩৫ হাজার ৪৭১ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        