চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ রামিম নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পশ্চিম ইলশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রামিম স্থানীয় মহিউদ্দিনের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আহমদ জানান, দুপুরের দিকে রামিম বাড়িতে খেলছিলো। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন বাড়ির লোকজন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ পাওয়া যায়। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে রামিমকে মৃত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এএম