চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চাম্বল ইউনিয়নের মার্কেট সংলগ্ন ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চাম্বল ওয়াজর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন স্থানীয় নুরুল হকের পুত্র। নিহত জসিম পেশায় রাজমিস্ত্রি। পাশাপাশি কৃষিকাজও করতেন।
নিহতের চাচাতো ভাই আবু হানিফ বলেন, জসিম উদ্দিন তার বাড়ির পাশে পুরাতন গোয়ালঘর মেরামতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাম্বলস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্বজনরা তাকে বেসরকারি হাসপাতাল পার্কভিউতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোয়ালঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। তবে ঘটনায় পরিবারটি কোনো অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        