চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর যারা ছিলেন, তারা ওয়ার্ডের পাঁচ থেকে সাতজন পরিচ্ছন্ন কর্মীর নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিত। আর সেসব প্রত্যেক কর্মীকে ৭-৮ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকিটা তাদের (কাউন্সিলর) পকেটে রেখে লোপাট করেছে। এ পরিচ্ছন্নকর্মীদের অনেকেই আওয়ামী লীগ-যুবলীগের, তাদের এখন পরিচ্ছন্ন কাজে দেখাও যায় না।
বৃহস্পতিবার রাতে নগরীর ওয়াজেদিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কুমিল্লা ওয়াজেদিয়া খানকার সভাপতি আলহাজ্ব আব্দুল হক।
চসিক মেয়র বলেন, আমি বলতে চাই যারা পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা যদি নগর পরিচ্ছন্নের কাজ না করেন তাদের বাদ দিয়ে নতুন নগর পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে। যারা প্রত্যেকটা ওয়ার্ডকে পরিস্কার রাখবেন। নালা নর্দমা পরিস্কার রাখবেন। এ শহরটা একা আমি মেয়র ডা. শাহাদাতের নয়, এ শহরটা হচ্ছে আপনাদের সবার, এই চট্টগ্রাম হচ্ছে আপনাদের সবার। তাই সবাইকে এ শহরটাকে সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। একটা ময়লা আমি রাস্তায় না ফেলে সেটা আমি ডাস্টবিনে ফেলব। একটা মিনারেল ওয়াটার বোতল যেটা আমি রাস্তায় ফেললে, নালায় ফেললে জলাবদ্ধতা হবে, সেটা আমি ডাস্টবিনে ফেলব। একটা পলিথিন রাস্তায় না ফেলে আমি ডাস্টবিনে ফেলব। এ ধরনের অভ্যাস আমাদের গড়তে হবে।
বিডি প্রতিদিন/হিমেল