চট্টগ্রামের মিরসরাই উপজেলার পর্যটন কেন্দ্র মহামায়া লেকে প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত যুবক রিয়াজ উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরো দুই অভিযুক্ত হলেন মিরসরাই সদর ইউনিয়নের মো. ফরহাদ (২৭) ও নোয়াখালির বাসিন্দা মো. রবিন (২৫)।
মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে প্রেমিকের সাথে মহামায়া ইকোপার্ক এলাকায় বেড়াতে আসেন ভুক্তভোগী তরুণী। তারা পার্কের ভেতরে পাহাড়ের উপরের দিকে উঠার সময় রিয়াজ, ফরহাদ ও রবিন তাদের অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তারা ওই প্রেমিক যুগলের একান্তে সময় কাটানোর ভিডিও ধারণ করে। পরে প্রেমিককে গাছে বেঁধে তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে সন্ধ্যায় ওই প্রেমিক যুগল লেকের টিকেট কাউন্টারে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় আনে।
বিডি প্রতিদিন/এএম