৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, স্বাধীনতোত্তর রাষ্ট্রীয় অনাচার, রাজনৈতিক বিশৃঙ্খলা, তৎকালীন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন ও সার্বভৌমত্বকে দুর্বল করে আধিপত্যবাদের থাবার মধ্যে দেশকে ঠেলে দেয়। শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই গণতন্ত্রবিনাশী কর্মকাণ্ড শুরু করে।
তিনি বলেন, সেজন্য মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়েছিল। এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ প্রকৃত গণতন্ত্র ফিরে পায়।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো. ইউসুফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহজাহান মঞ্জুর।
বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, রহমত উল্লাহ মেম্বার, মো. আইয়ুব খান, সালাউদ্দিন আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল প্রমুখ।
বিডি প্রতিদিন/ইই