ভারতের উগ্রবাদী কতিপয় নেতার উস্কানি ও গণমাধ্যম অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীদের লেলিয়া দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ভারতে নিয়মিত উগ্রবাদী গোষ্ঠি সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন করে আসছে। বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তারা তুলকালামকাণ্ড ঘটাচ্ছে। আমরা মনে করি, ক্ষমতাধর উগ্রবাদী গোষ্ঠির প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালানো হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামকে ভারতের অংশ করার নীলনকশাও দৃশ্যমান হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত সরকার বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। তাই এ ব্যাপারে ড. মুহাম্মদ ইউনূসের অন্তবর্তী সরকারকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        