চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঝলসে গেছে সৌরভ চৌধুরী নামে এক যুবক। একটি ডায়াগনস্টিক সেন্টারের ব্যানার লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ডায়াগনস্টিক সেন্টারের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে ওই যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনেছি, তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন।
বিডি প্রতিদিন/এএম