চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ ইয়াছিন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ছিলা শাহ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা। তিনি জিরি ফকিরা বাজারের আজমীর ডেকোরেশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, যাত্রীবাহী বাসটি ইয়াছিনের মোটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে গুরত্বর আহত হয়ে ঘটনাস্থলেই ইয়াছিন প্রাণ হারান। পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়ায় কাজ করছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম