প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘কেউ কেউ বলছেন, আগের চেয়েও খারাপ অবস্থা। তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে, আগে কি এমন ঘটনা ঘটেছে? তিনজন সাংবাদিকের চাকরি তো আমরা খাইনি। আপনারা সাংবাদিকরা যাঁরা আন্দোলন করছেন, আপনারা টিভিস্টেশনগুলোর বাইরে গিয়ে প্রোটেস্ট করেন। আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, জব (চাকরি) দিচ্ছিও না। বাকস্বাধীনতা হরণ করা হয়—এমন কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না।’
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লবপরবর্তী বাংলাদেশ : গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম এসব কথা বলেন।
আন্তর্জাতিক অপারেটরদের সঙ্গে আলাপ : বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে প্রেস সচিব বলেন, চট্টগ্রাম বন্দরসহ দেশের সব কটি বন্দর পরিচালনার জন্য বিশ্বের টপ অপারেটরদের সঙ্গে কথা চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে একাধিক বন্দর পরিচালনার ভার তাদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে, আবার জিটুজি ভিত্তিতেও অপারেটর নিয়োগ হতে পারে।