চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও দুই শিশু।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১২)।
আহত অবস্থায় মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) ও আবুল কাশেমের ছেলে সিফাতকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে পাহাড়ধস হয়। এসময় পাহাড়ের পাশের মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল। পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন।
কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, পাহাড় ধসে হতাহতের বিষয়ে খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই