চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়ারতলী এলাকা থেকে ৭০০ লিটার চোলাই মদসহ রিমন দাস (২৫) নামে এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সারোয়ারতলীর উত্তর কঞ্জুরী গ্রামে এক অভিযানে এসব মদ জব্দ করা হয়। রিমন ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্ত রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই