চট্টগ্রামে পৃথক দুইটি যৌন নিপীড়ন মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মাকসুদুর রহমান (২৮) ও নোয়াখালীর চরজব্বরের পূর্ব চরভাটা এলাকার জোবায়ের হোসেন (২৭)।
আদালত সূত্র জানায়, রায়ের সময় আসামি মাকসুদ উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, আসামি জোবায়ের আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের পিপি শফিউল মোরশেদ চৌধুরী জানান, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পৃথক রায়ে আসামি মাকসুদ ও জোবায়েরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা