চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ৭৭ পিস ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে শিকলবাহার বাদলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম ও পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৭৭ পিস ইয়াবাসহ কামরুলকে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল