চট্টগ্রামে ট্রাকই ঘাতক হয়ে ওঠেছে। পৃথক দুই ঘটনায় ট্রাকচাপায় দুইজনের মৃত্যু এবং একজন আহত হন। জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই নিজামপুর কলেজ এলাকায় ট্রাকের চাপায় মো. আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয় লেগুনা। নিহত আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে।
লেগুনা চালক নুরুল মোস্তফা বলেন, সকালে গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় মোটরসাইকেল আরোহী আক্তার তার কিছু পণ্য নিয়ে যেতে আমার সঙ্গে দর কষাকষি করছিলেন। এমন সময় কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকে আছড়ে পড়ে তীব্র ধাক্কায় সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মোটরসাইকেল ও আমার গাড়ির উপর উল্টে পড়ে ট্রাকটি। কিন্তু মোটরসাইকেলসহ আক্তার হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, নিজামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক-সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি জব্দ করা হয়েছে। এ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে আড়াইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু এবং দুইজন আহত হন। মৃত্যুবরণকারী সাইফুদ্দীন জামিল (২৭) পটিয়ার হুলাইন এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে। আহত রেজাউল করিম (২৬) একই এলাকার বাসিন্দা। আহত রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু সাইফুদ্দীন ও রেজাউল মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে বেড়ানো শেষে রাতে বাড়িতে ফিরছিলেন। সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এলাকায় লবণ-পানিতে পিচ্ছিল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছন থেকে চট্টগ্রামমুখী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে সাইফুদ্দীনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ মতিন বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়।
 
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        