চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে কামরুল ইবনে হাসান (৩৯)। তিনি ডাচ বাংলা ব্যাংকের ইপিজেড শাখায় কর্মরত ছিলেন এবং অপরজন হলেন উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং মৌল্লার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে ইমাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নাজির হাট থেকে আসা চট্টগ্রাম নগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে কামরুল ইবনে হাসানসহ আরও দুইজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইবনে হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমাম হোসেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ফটিকছড়ির নাজিরহাট থেকে অটোরিকশাটি অক্সিজেনে আসছিল। অটোরিকশাটি হাটহাজারী মেডিকেল গেটের কেন্দ্রীয় ঈদগাহের সামনে এলে বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        