বরিশাল নগরীর আলেকান্দা রিফিউজি কলোনী এলাকায় প্রেমিকা কিশোরীকে গণধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে ধর্ষিত কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক বাপ্পী, তার বন্ধু শুভ, আশরাফুজ্জামান ইমরান ও জহিরুল হাওলাাদরকে আসামি করা হয়েছে। আসামিরা সকলেই রিফিউজি কলোনীর বাসিন্দা।
আসামিদের মধ্যে বাপ্পী ও শুভ ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ এবং তাদের অপর দুই বন্ধু ইমরান ও জহিরুল তাদের সহায়তা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
রিফিউজি কলোনীর একাধিক সূত্র জানায়, কলোনীর লাডলা মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল ওই কিশোরীর পরিবার। পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরীর সাথে লাডলা মিয়ার ছেলে হৃদয়ের বন্ধু বাপ্পীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ সেপ্টেম্বর রাতে কিশোরীকে নিজ বাসায় ডেকে নেয় বাপ্পী। এ সময় বাপ্পী ছাড়াও তার বাসায় ছিল হৃদয়, শুভ, ইমরান, সোহাগ ও জহিরুল। সেখানে প্রেমিক বাপ্পীসহ তার বন্ধুরা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পাশের ভাড়াটিয়া এক নারী বিষয়টি দেখতে পেয়ে প্রাথমিক চিকিৎসা করে কিশোরীকে সুস্থ করে। গত পহেলা অক্টোবর কিশোরীর পরিবার সহ উদ্ধারকারী নারী বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। পুলিশ লাইনে কাজ করা কিশোরীর মা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশের পরামর্শে বুধবার রাতে থানায় অভিযোগ দেয় কিশোরীর মা।
এলাকাবাসী জানায়, ধর্ষণে জড়িত হৃদয়, বাপ্পী, শুভ, ইমরান, সোহাগ ও জহিরুল সকলেই বখাটে এবং মাদক ব্যবসার সাথে জড়িত। কোতোয়ালী মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, কিশোরীর স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষণের ঘটনায় একাধিক লোক জড়িত। পরীক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৫/এস আহমেদ