তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করে বিশেষ ডিভাইসের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হলেও বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ আনুষ্ঠানিক তাদের গ্রেফতারের কথা জানান।
আটকরা হলেন- জালিয়াতি চক্রের সদস্য কামরুল ইসলাম (২৫) ও চবি’র পরীক্ষার্থী ইমরান হোসেন (২২)।
নগরীর ষোলশহরস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি এম হাফিজ আক্তার জানান, একটি বিশেষ ডিভাইসসমৃদ্ধ ঘড়ির মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয় একটি চক্র। এই চক্রের সদস্য কামরুল ইসলাম। সে মোটা অংকের চুক্তির বিনিময়ে হাটহাজারীর ইমরানকে একটি বিশেষ ঘড়ি দিয়ে আইন অনুষদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাঠায়। এ সময় ইমরান পরীক্ষার হলে থাকলেও সেখান থেকে ওই ঘড়ির মাধ্যমে প্রশ্নের ছবি শামসুন নাহার হলের ঝুঁপড়িতে অবস্থান করা কামরুলের কাছে পাঠায়। এবং কামরুল প্রশ্নের সব উত্তর পরীক্ষার্থী ইমরানকে সরবরাহ করে। ব্যাপারটি গোয়েন্দা সূত্রে অবগত হয় পুলিশ। এর পরপরই দুপুরে পরীক্ষার হল থেকে প্রথমে ইমরানকে আটক করে পুলিশ। পরে পার্শ্ববর্তী ঝুঁপড়ি থেকে জালিয়াতি চক্রের মূল হোতা কামরুলকে আটক করা হয়।
আটকদের মধ্যে কামরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ছাত্র। তার বাড়ি কিশোরগঞ্জে। পরীক্ষার্থী ইমরান চবির নৃ-বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন