চট্টগ্রামে সিআরবি এলাকায় রেলওয়ের টেন্ডার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনায় যৌথ অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছেন।
আজ রাত ৯টার দিকে প্রায় ৫ শতাধিক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা এ অভিযান চালায় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, এছাড়া সকালেও অভিযান চালিয়ে অমিত মুহুরীসহ ১১ জনকে আটক করা হয়। সন্ত্রীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন আসামী গ্রেপ্তার হয়নি।
গত ১ নভেম্বর সিআরবি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নামধারী যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ হয়। এরপর ১২ অক্টোবর একই স্থানে গুলাগুলির ঘটনা ঘটে। পৃথক ঘটনায় মামলার আসামীদেও গ্রেপ্তারে এ অভিযান চলছে। এর আগে ২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকার টেন্ডার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয় এক শিশুসহ ২জন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন