ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতিকে কেন্দ্র করে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা চলার সময় ভর্তিচ্ছু দুই পরীক্ষার্থী এবং বৃহস্পতিবার দিনগত রাতে ঢাবির জগন্নাথ হল থেকে সাবেক দুই শিক্ষার্থীকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে আব্দুস সালাম ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুবায়দুল ইসলাম নামে দুই ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে জগন্নাথ হল থেকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মিল্টন ও পাভেল নামের ঢাবির সাবেক দুই শিক্ষার্থীকে আটক করা হয়। এরপর তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৩০ জন।