রাজধানীর খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন '৭২২' গ্রুপের নম্বরসমূহ পরিবর্তন হচ্ছে। কারিগরি কারণে কলার আইডি সুবিধাসহ '৭২২' নম্বর '৫৫১২' গ্রুপের নম্বর দ্বারা রূপান্তরিত হচ্ছে।
এ পরিবর্তনে গ্রাহকগণের পূর্বের টেলিফোন নম্বরের শেষ তিন ডিজিট অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নম্বর হবে আট ডিজিটের।
সেইসঙ্গে '৭২১' গ্রুপের টেলিফোন গ্রাহকগণের আবেদনের প্রেক্ষিতে তাদের নম্বর কলার আইডি সুবিধাসহ '৫৫১২' গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর করা হবে।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ বিষয়টি জানানো হয়।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ