রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে ৫টি ককটেল ও দলীয় বিভিন্ন বইসহ জামায়াত-শিবিরের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় এই অভিযান চালায় খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানাধীন সি ব্লকের একটি ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫টি ককটেল, বিস্ফোরকদ্রব্য এবং গোলাম আযম, মওদুদী, মতিউর রহমান নিজামীর লিখিত ও দলীয় বিভিন্ন বইসহ ৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা ওই বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিলো।
আটককৃতদের নাম-পরিচয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কাজী মাইনুল।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন