স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার সন্ধ্যার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক ফটক থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন।
এদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু অভিযোগ করে জানান, বাবুলকে গ্রেফতারের আগে রবিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন খান, মনির আহমেদ, সাগর মাতব্বর ও সবুজ মিয়াকে আটক করা হয়।
এছাড়া, ময়মনসিংহয়ের গফ্ফারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম -আহ্বায়ক মাহবুব আলম ইমনকেও আটক করা হয় বলে জানান বাচ্চু।
এদিকে, সংগঠনের নেতাকর্মীদের আটকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু পৃথক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন তারা।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব