নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩ মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
গত ১১ নভেম্বর রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। এ রুল নিষ্পত্তির জন্য গত ২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।
আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৫/ রশিদা